ঈদে বাড়ি ফিরছে মানুষ, কী অবস্থা সড়কের?

Mar 29, 2025 - 06:13
 0  4

1.

শুরু হয়েছে ঈদের ছুটি। শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। শুক্রবার সকাল থেকেই রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনালগুলোতে ছিল মানুষের ভিড়। তবে এবার ঈদে লম্বা ছুটি থাকায় অন্যান্য বছরের তুলনায় কিছুটা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন তারা।

ঢাকা ও ‌এর আশেপাশের যেসব স্থানে ঈদের সময় সবচেয়ে বেশি যানজট দেখা যায়, তার মাঝে অন্যতম হলো‒ গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট। এর বাইরে রয়েছে ঢাকার অদূরে অবস্থিত গার্মেন্টস অধ্যুষিত এলাকা সাভার।

এসব এলাকার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সাংবাদিক এবং যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর তুলনামূলকভাবে সড়কে যানজট কম।

কারণ হিসাবে তারা বলছেন, এবার ঈদে একসাথে টানা নয়দিন ছুটি পড়ায় মানুষ একসাথে না গিয়ে ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন। সেকারণে সড়কে যাত্রীদের চাপ অনেকটাই কম।