সাংবাদিকদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান আমিরাতে হারামাইন পারফিউমস গ্রুপের সুনাম নষ্টে অপপ্রচার চালানোর দাবি

Mar 29, 2025 - 04:17
 0  0
1 / 1

1.

প্রতিহিংসাপরায়ণ হয়ে আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সুনাম নষ্টে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্বনামধন্য বিখ্যাত এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপি। গত বৃহস্পতিবার আরব আমিরাতের আজমানে আল হারামাইন গ্রুপ অব কোম্পানির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান। তিনি বলেন, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির সুনাম-সুখ্যাতি পৃথিবীতে কমবেশি সবাই জানে। অথচ এ প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য একটি মহল বা চক্র প্রতিহিংসা পরায়ণ হয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, যা মিথ্যা ভিত্তিহীন। মতবিনিময়কালে কোম্পানির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগণ বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পারফিউমস ব্যবসায় সাফল্যের ধারা অব্যাহত রেখে নিজ দেশের ব্যাপক সুনাম বয়ে এনেছেন আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বিখ্যাত সুগন্ধি প্রতিষ্ঠান আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানি।
অনন্য দৃষ্টান্ত স্থাপন করে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির সিআইপিকেও প্রবাসীরা দেখছেন বাংলাদেশের গর্বিত হিসেবে। অথচ কতিপয় স্বার্থান্বেষী মহল মিথ্যা-ভিত্তিহীন অপপ্রচার করে সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।